৪নং কাপ্তাই ইউনিয়ন জুড়ে রয়েছে কর্ণফূলী নদী ও পাহাড়ের মিতালী। যা যে কোন পর্যটকের মনকে কেড়ে নেবে। চট্টগ্রামের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী এবং পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলী। এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অংশে 667 মিটার (২188 ফুট) প্রশস্ত নদী। ভারতের মিজোরামের মমিত জেলার সাতেহ গ্রাম থেকে উৎপত্তি, এটি পার্বত্য চট্টগ্রামের মাধ্যমে 270 কিলোমিটার (170 মাইল) দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। বলা হয় যে "মিজোরামের সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিষ্কাশন ব্যবস্থাকে প্রতিনিধিত্ব। 1960-এর দশকে কাপ্তাই অঞ্চলে কর্ণফুলী নদী ব্যবহার করে একটি বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। নদীটির মুখ চট্টগ্রামের সমুদ্রবন্দর, বাংলাদেশের প্রধান বন্দর অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS