পাকিস্তানের লাহোরের বহিরা শহর। সেখানেই রয়েছে গ্র্যান্ড জামে মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদে ৭০ হাজারের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। পাকিস্তানের তৃতীয় ও বিশ্বের সপ্তম বড় মসজিদ এটি। নায়ার আলী দাদা এই মসজিদের নকশা করেন। ২০১৪ সালে ঈদুল আজহায় এই মসজিদ যাত্রা শুরু করে। মসজিদের ভিতরে ২৫ হাজার ও মসজিদ প্রাঙ্গণে আরও ৫০ হাজার মুসল্লি জমায়েত হতে পারেন। বিশাল এই মসজিদ তৈরিতে খরচ হয়েছে ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। এর রয়েছে চারটি মিনার। পুরো মসজিদে ব্যবহৃত হয়েছে ৪০ লাখ মুলতানি টাইলস। তুর্কি থেকে আনা হয়েছে চমৎকার কার্পেট; ইরান থেকে ৫০টি ঝাড়বাতি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS